ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজই প্রায় শেষ, দাবি দেবের

দফায় দফায় বন্যার কবলে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বুধবার পরিস্থিতি পরিদর্শনে এসে প্রশাসনিক বৈঠক করলেন তৃণমূল সাংসদ দেব। একই সঙ্গে তিনি জানান, ‘ঘাটাল মাস্টার প্ল্যানের বেশিরভাগ কাজই প্রায় শেষ। এই প্রকল্প সাধারণ মানুষের জন্য। মানুষের যাতে কোনও অসুবিধা না হয়, সেটা দেখেই জমি অধিগ্রহণ করা হচ্ছে।’

বৈঠক শেষে তিনি জানান, অতিরিক্ত বৃষ্টিপাত এবং ডিভিসি’র ধারাবাহিক জল ছাড়াই এই জলবন্দি পরিস্থিতির কারণ। তাঁর কথায়, “এবার ৬০ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে, সঙ্গে জল ছেড়েছে ডিভিসি। ১৯ জুন থেকে ঘাটাল জলের তলায়। আমরা দেখতে চাই, উদ্ধারকাজ এবং ত্রাণ বিলি ঠিকঠাক হচ্ছে কি না। প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করছে।”

সাংসদ জানান, দুর্গতদের জন্য চালু হয়েছে ৩০০-র বেশি কমিউনিটি কিচেন। কুইক রেসপন্স টিমও সক্রিয়ভাবে কাজ করছে। পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান প্রসঙ্গে দেব বলেন, “সুইস গেটের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। প্রথম পর্যায়ের কাজ সামনের মাসেই শেষ হবে।” তবে জমি অধিগ্রহণ নিয়ে কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সাংসদের আশ্বাস, “নতুন পরিকল্পনা অনুযায়ী ৪০ শতাংশ কম জমি অধিগ্রহণেই কাজ হবে।”

এই পরিস্থিতি ঘিরে রাজনীতিও তুঙ্গে। বিজেপি নেতা দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, “বছরে একবার বন্যা আসে, একবার সাংসদ আসেন। পাঁচ বছরে একবার নাচেন, আর মানুষ ভোট দিয়ে দেয়। দেব একজন ব্যর্থ সাংসদ।” জবাবে দেব বলেন, “দিলীপদা হয়তো এবার খড়্গপুর থেকে দাঁড়াতে চাইছেন, তাই আমাকে টার্গেট করছেন। তবে আমি ওঁকে শ্রদ্ধা করি।”

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে