কলকাতা: ভোট মিটতেই চর্চায় বুথফেরত সমীক্ষা। বেশির ভাগ বুথফেরত সমীক্ষায় দাবি, পশ্চিমবঙ্গে শাসক দল তৃণমূলের চেয়ে আসন সংখ্যায় এগিয়ে যাবে বিজেপি। তবে, তৃণমূলনেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, “বুথফেরত সমীক্ষা বিশ্বাস করি না।”
বুথফেরত সমীক্ষাকে ‘ফেক’ বা ভুয়ো বলে অভিহিত করলেন মমতা। ‘টিভি নাইন’ চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তৃণমূল নেত্রী সাফ জানিয়ে দিলেন, “এই সমস্ত এক্সিট পোল ফেক। সিবিআই-আয়কর দফতরকে পিছনে লাগিয়েছে বিজেপি।”
মমতা স্পষ্টতই জানিয়ে দেন, ‘‘আমাদের রাজ্য নিয়ে যেটা দেখাচ্ছে, তাকে আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না, বিশ্বাস করি না।”
তৃণমূল সুপ্রিমোর প্রশ্ন, ‘‘সংবাদমাধ্যম কী করে বলে দিচ্ছে, ওই আসনে ও জিতবে, অমুক আসনে কে জিতবে… কত টাকার বিনিময়ে? আমি এই সংবাদমাধ্যমের হিসাব মানি না। কর্মীদের বলব শক্ত থাকতে। গণনা ভাল করে করতে। যা দেখিয়েছে সংবাদমাধ্যম, তার দ্বিগুণ পাব। প্রত্যেকটা আসন আমরা জিতব।’’