প্রথম পাতা খবর মাস্ক এবং সামাজিক দূরত্বে কমছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দাবি বিশেষজ্ঞদের

মাস্ক এবং সামাজিক দূরত্বে কমছে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা, দাবি বিশেষজ্ঞদের

302 views
A+A-
Reset

ডেস্ক: করোনা সংক্রমণ থেকে বাঁচতে প্রথম থেকেই দূরত্ববিধি মেনে চলার এবং মাস্ক পরার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সংক্রমণের ছোঁয়াচ এড়াতে করোনাবিধি কাজে লাগলেও বিরূপ প্রভাব পড়ছে শিশুদর উপর। সম্প্রতি ইংল্যান্ডের গবেষকরা জানিয়েছে, করোনাকালে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity Power) কমে গিয়েছে অনেকটাই।


বিশেষজ্ঞদের মতে, এই বিধি-নিষেধের গেঁড়োতেই শিশুদের শরীরে আরও বেশি করে বাসা বাঁধছে বিভিন্ন ধরনের রোগ। ফ্লুয়ে আক্রান্ত হচ্ছে তারা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। ভায়লোজিস্টরা জানান, এমন পরিস্থিতিতে বহুক্ষেত্রে শিশুদের শরীরে Respiratory Syncytial Virus০ পাওয়া যাচ্ছে। যা ফুসফুসের ব্যাপক ক্ষতি করে। এই ভাইরাসে আক্রান্ত হলে অনেক সময় মৃত্যুও হয়। কেন এমন ঘটে? 


বিশেষজ্ঞদের মতে, বিগত ১৫ মাস ধরে শিশুরা বিভিন্ন ভাইরাল প্যাথোজেনের সংস্পর্শে আসেনি, ফলে দেহে তাদের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতাও। সেই কারণে সহজেই ঋতু বদলে ফ্লুতে আক্রান্ত হচ্ছে। দেহে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা না থাকায় আগামিদিনে বিভিন্ন রোগের সঙ্গে লড়াই করতে সমস্যায় পড়তে হতে পারে বলেই মত বিশেষজ্ঞদের।


শিশুদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার অন্যতম বড় কারণ হিসাবে মাস্ক, সামাজিক দূরত্বকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অল্পবয়সী শিশুরা খেলাধুলোর সময়ে বিভিন্ন ভাইরাসের সংস্পর্শে এলেও তা শরীরে খুব একটা প্রভাব ফেলে না। বরং ওই ভাইরাসের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠত। কিন্তু একবছরেরও বেশি সময়ে চার দেওয়ালের মাঝেই শিশুরা বন্দি থাকায় সেই রোগ প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, প্রতি বছর ব্রিটেনে অনূর্ধ্ব পাঁচ বছর বয়সী প্রায় প্রায় ৩০ হাজার শিশু Respiratory Syncytial Virus-এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.