জঙ্গলমহলের গড়বেতায় রেললাইনে বিস্ফোরণের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে রাজধানী এক্সপ্রেস। রবিবার বিকেল ৪টা ১২ মিনিটে ট্রেনটি গড়বেতার বিস্ফোরণস্থলের পাশ দিয়ে যাওয়ার মাত্র তিন কিলোমিটার পর, শিলাবতী ব্রিজের কাছে বিস্ফোরণের শব্দ পান চালক। পরে বাঁকুড়ার এক স্টেশনে পৌঁছে তিনি বিষয়টি রিপোর্ট করেন। প্রায় ৩০ মিনিট ট্রেনটি সেখানে দাঁড়িয়ে ছিল।
পরে রেললাইনের ধারে বিস্ফোরকের নানা উপাদান ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তদন্তকারীরা মনে করছেন, ঘটনাটি পরিকল্পিত নাশকতার অংশ হতে পারে। ঘটনাস্থল থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞ ও রেল আধিকারিকেরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন।
প্রসঙ্গত, রবিবার তিন রাজ্যে বন্ধের ডাক দিয়েছিল মাওবাদীরা। সেই প্রেক্ষাপটে এই বিস্ফোরণের ঘটনায় নতুন করে উদ্বেগ বাড়িয়েছে প্রশাসন ও রেল কর্তৃপক্ষের মধ্যে। গার্ডেনরিচ থেকে রেলের বিশেষজ্ঞ দলও তদন্তে নেমেছে। পুলিশ ঘটনার পেছনে কোনও ষড়যন্ত্র আছে কি না, তা খতিয়ে দেখছে।