৬ ঘণ্টা বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ, জুকেরবার্গের ক্ষতি ৫২,৭৩৪ কোটি টাকা

ডেস্ক: প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর অবশেষে ভারতীয় সময়ে ভোরবেলায় চালু হল তিনটি সোশাল মিডিয়া প্ল্যাটফর্মই। সোমবার রাত ন’টা নাগাদ বিশ্ব জুড়ে প্রথম বন্ধ হয় হোয়াটসঅ্যাপ পরিষেবা। তার জেরে কয়েক ধাক্কায় ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের সম্পদের পরিমাণ একধাক্কায় কমেছে সাত বিলিয়ন ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫২ হাজার ৭৩৪ কোটি টাকা।


জোড়া ধাক্কার জেরে ক্ষতির মুখোমুখি হলেন মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। তথ্য বলছে, এই ঘটনার ধাক্কায় ৭ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে জুকারবার্গের। আর এর জেরেই এক ধাক্কায় বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকা জুকারবার্গের নাম বেশ কয়েক ধাপ নেমে গিয়েছে। ব্লুমবার্গ বিলিয়নার ইনডেক্সের তালিকা অনুযায়ী, জুকারবার্গ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন পাঁচ নম্বরে। গত ১৩ সেপ্টেম্বর থেকে ১৯ বিলিয়ন ডলার সম্পদ কমেছে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতার। সেই সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৪০ বিলিয়ন ডলার।


হোয়াটসঅ্যাপ ও ফেসবুক সংস্থার তরফে ক্ষমা চেয়ে টুইটও করা হয়েছে। হোয়াটসঅ্যাপের তরফে বলা হয়েছে, “যারা আজকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না তাঁদের কাছে ক্ষমা চাইছি। আমরা ধীরে ধীরে এবং সাবধানে হোয়াটসঅ্যাপের কাজ শুরু করেছি। ধৈর্য্য ধরার জন্য আপনাদের প্রত্যেককে  অনেক ধন্যবাদ। আমরা এই আপডেট করা চালিয়ে যাব।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন