Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৬ ফেব্রুয়ারি দেশজুড়ে 'চাক্কা জ্যাম'-এর ডাক কৃষক সংগঠনের - NewsOnly24

৬ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘চাক্কা জ্যাম’-এর ডাক কৃষক সংগঠনের

ওয়েবডেস্ক : আগামী ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে ‘চাক্কা জ্যাম’-এর ডাক দিল কৃষক সংগঠনগুলি। ৬ ফেব্রুয়ারি, শনিবার, দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত সারা দেশের সব জাতীয় সড়ক, রাজ্য সড়ক সহ সমস্ত রাস্তা অবরোধ করা হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

এই ‘চাক্কা জ্যাম’-এর মূল লক্ষ্য-ই হল, দিল্লিমুখী সব রাস্তায় যান চলাচল বন্ধ করে দেওয়া। ওই দিন মথুরায় বড়সড় জমায়েত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। পাশাপাশি, আগ্রা-দিল্লি-যমুনা এক্সপ্রেসওয়ে বন্ধের চেষ্টাও হতে পারে।

একইভাবে আন্দোলনকারীদের দিল্লিমুখী হরিয়ানা হাইওয়ে বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। 

আরও পড়ুন : হুক্কাহুয়া বাজেট, উপেক্ষিত আমজনতা, সাধারণ বাজেটের তীব্র সমালোচনায় বাংলার মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর মিছিলের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। সেই মিছিল হিংসার রূপ নেয়। লাল কেল্লায় ঢুকে পড়েন একদল বিক্ষোভকারী। ভাঙচুল চালানো হয় লাল কেল্লায়। এমনকি লাল কেল্লার উপরে উঠে শিখ নিশান উড়িয়ে দেওয়ার ঘটনাও ঘটে। ট্রাক্টর উল্টে একজনের মৃত্যুও হয়।

প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্রাক্টর মিছিলে হিংসার ঘটনায় দেশজুড়ে শোরগোল পড়ে যায়। বিক্ষোভকারীদের হঠাতে কড়া ভূমিকা নেয় পুলিস। ২৬ জানুয়ারির ঘটনার পর প্রাথমিকভাবে ধাক্কা খায় কৃষক সংহতি। আন্দোলন থেকে সরে যায় দুটি কৃষক সংগঠন।

যার ফলে বাতিল হয়ে যায় সংসদ অভিযান। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশের দিন সংসদ অভিযানের ডাক দিয়েছিল কৃষক সংগঠনগুলি। কিন্তু তা বাতিল করে দেওয়া হয় পরে। ২৬ জানুয়ারির পর লাগাতার পুলিসি পদক্ষেপে গাজিপুর-সিংঘু সীমান্তে যখন কৃষকদের ভিড় হাল্কা হতে শুরু করে, তখনই উত্তরপ্রদেশ ও হরিয়ানার গ্রামে গ্রামে মহাপঞ্চায়েত ডাকা হয়।

আর সেখানেই দিল্লির কৃষক আন্দোলনকে অক্সিজেন জোগাতে ‘চাক্কা জ্যাম’-এর দাবি ওঠে। কৃষক সংগঠনগুলির তরফে জানা গিয়েছে, সরকারের উপর চাপ বজায় রাখতে এই ধরনের লাগাতার কর্মসূচি নেওয়া হবে।

এদিকে ২৬-র ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে গাজিপুরে অভিনব সুরক্ষা বলয় তৈরি করেছে পুলিস। কৃষকদের আটকাতে তৈরি করা হয়েছে উঁচু কংক্রিটের পাঁচিল। রাস্তায় উল্টো করে পোঁতা হয়েছে পেরেকও। সার দিয়ে দাঁড় করানো হয়েছে বোল্ডার।

দিল্লিমুখী রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। কৃষকদের আটকাতে গোটা দিল্লি ঘিরে যেন একটা দুর্গ রচনা করেছে পুলিশ প্রশাসন।

Related posts

বিএলওদের হয়রানি নয়, কঠোর সতর্কতা নির্বাচন কমিশনের—স্কুলে চাপে পড়লে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

এ বার রাজ্যপালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন সাংসদ কল্যাণ

পার্থর পর কল্যাণময়, ইডির পরে সিবিআই মামলায়ও জামিন, জেলমুক্তি শুধু সময়ের অপেক্ষা