ঐতিহ্যবাহী ‘ফাটাকেষ্টর কালীপুজো’র কাঠামো পুজো

সাধনা দাস বসু : নব যুবক সংঘ পরিচালিত ঐতিহ্যবাহী “ফাটাকেষ্টর কালীপুজো” র কাঠামো পুজো হয়ে গেল কুমোরটুলিতে। ২০ জুন (মঙ্গলবার), রথযাত্রার পুণ্য তিথিতে ভাস্কর মাধব পালের স্টুডিয়োতে এই পুজোর শুভারম্ভ হল। মাধব পালের তুলির টানে এবং পুজার্চনা ও মন্ত্রপাঠের মধ্য দিয়ে মা জবার কল্যাণময়ী মূর্তি ও রূপের কাঠামো বিন্যাস শুরু হয়।

এ দিন উপস্থিত ছিলেন পৌরমাতা সাধনা দাস , নব যুবক সংঘের কর্মকর্তা প্রবন্ধ রায় (ফান্টা) , সমাজসেবী সঞ্জয় রায় , মনু গুপ্তা , গোপাল সাহা প্রমুখ।

প্রবন্ধ রায় তাঁর বক্তব্যে উত্তর কলকাতার সীতারাম ঘোষ স্ট্রিটের ফাটাকেষ্টর কালীপুজোর ঐতিহ্যের কথা তুলে ধরেন। এ বছরের পুজো সর্বাঙ্গীণভাবে আলোকময় ও সফল করে তুলতে দর্শনার্থী ও ভক্তদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য , ফাটাকেষ্টর কালীপুজো এ বছর ৬৬তম বর্ষে পড়তে চলেছে। প্রবন্ধ রায়ের ঐকান্তিক উদ্যোগে “নব যুবক সংঘ” এই পুজোর ঐতিহ্যকে বজায় রেখে এগিয়ে চলেছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে