হাওড়া: মেয়ের শ্লীলতাহানির প্রতিবাদ করায় বাবাকে মারধরের অভিযোগ। হাসপাতালেই মৃত্যু হয় প্রহৃতের। শ্যামপুর থানা এলাকার এই ঘটনায় হইচই পড়ে যায় মঙ্গলবার। সেই ঘটনায় এখনও পর্যন্ত দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, রবিবার রাতে শ্যামপুরে গোবিন্দপুরে শ্লীলতাহানির শিকার হন দশম শ্রেণীর ছাত্রী। মৃতের পরিবারের অভিযোগ, সাইকেলে করে টিউশন থেকে ফিরছিল মেয়ে। অভিযোগ, সেই সময় পাড়ারই তিন ব্যক্তি পথ আটকে মেয়ের শ্লীলতাহানির চেষ্টা করে। তারা দশম শ্রেণীর ওই ছাত্রীকে হাত ধরে টানাটানি করতে শুরু করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বাবা। অভিযোগ, সেই সময় তাঁকেই বেধড়ক মারধর করে ওই তিন জন। গুরুতর জখম অবস্থায় তাঁকে প্রথমে শ্যামপুরের একটি গ্রামীণ হাসপাতাল, পরে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মৃত্যুর ঘটনায় সোমবার পরিবারের লোকজন দুই অভিযুক্তদের বিরুদ্ধে শ্যামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। মৃতের পরিবারের বয়ান ও অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে ৩৪১, ৩২৫, ৩০৮, ৩০২, পকসো ৮, ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ২, আরও এক অভিযুক্ত পলাতক।