কুলতলিতে ফের বাঘের আতঙ্ক, পায়ের ছাপ দেখতে পেয়ে বাড়ছে উদ্বেগ

কুলতলিতে ফের বাঘের আতঙ্ক ছড়িয়েছে। শুক্রবারের পর সোমবারও কুলতলির মৈপীঠ উপকূল থানার উত্তর বৈকুন্ঠপুর এলাকায় শ্মশানসহ একাধিক জায়গায় বাঘের পায়ের ছাপ দেখা গেছে। কাদা মাটিতে স্পষ্টভাবে পায়ের ছাপ দেখে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ এবং বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের অভিযোগ, বাঘটি এলাকায় ঘুরে বেড়াচ্ছে, যা তাদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ১৫ ফেব্রুয়ারির পর থেকে গ্রামে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়ার ঘটনা ঘটছে এবং আগের চেয়ে ঘনঘন বাঘের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মৈপীঠ উপকূল থানার পুলিশ এবং বনদফতরের কর্মীরা পায়ের ছাপ অনুসরণ করে বাঘের অবস্থান শনাক্ত করার কাজ শুরু করেছেন। বনকর্মীরা জানান, আজমলমারি ১২ নম্বর জঙ্গল থেকে বাঘটি মাকড়ি নদী সাঁতরে ওই এলাকায় চলে এসেছে।

শুক্রবার সন্ধ্যায় হরিয়াখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে এক স্থানীয় যুবক অনুপম গিরি বাঘের সামনে পড়ে অসুস্থ হয়ে পড়েন। তার এই অভিজ্ঞতা আরও উদ্বেগ সৃষ্টি করেছে গ্রামবাসীদের মধ্যে। এলাকাবাসী জানিয়েছে, বাঘের ঘনঘন আসার ফলে তারা তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?