প্রথম পাতা খবর তালিবানের ভয়ে কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত ৭

তালিবানের ভয়ে কাবুল বিমানবন্দরে পদপিষ্ট হয়ে মৃত ৭

340 views
A+A-
Reset

ডেস্ক: তালিবানের ভয়ে আমেরিকার বায়ু সেনার বিমানে ঝুলে পালাতে গিয়ে মাঝ আকাশ থেকে পড়ে মৃত্যু হয় দুই ভাইয়ের৷ এবার ব্রিটিশ সেনাবাহিনীর পাঠানো বার্তায় জানা গেল রবিবার আফগানিস্তান ছাড়ার হুড়োহুড়িতে ভিড়ে কাবুল বিমানবন্দরের সামনে মারা গিয়েছেন সাতজন। 


সাক্ষাৎ মৃত্যুরূপে তালিবান দখল নিয়েছে রুক্ষ পাহাড়ে ঘেরা আফগানিস্তানের। শহরে শহরে চলছে তাদের হুকুম। শরিয়ত আইন মেনে চলতে হচ্ছে আফগান নাগরিকদের। জান-মান বা সম্পত্তি কোনও কিছুরই নিশ্চয়তা নেই সেই দেশে। অগত্যা ভিটেমাটি ছেড়ে সীমান্ত পেরিয়ে অন্য দেশে ঠাঁই খুঁজছে আফগান নাগরিকরা। তাই বিমানবন্দরের বাইরে জড়ো হচ্ছেন তাঁরা। কোনওমতে যদি দেশ ছাড়া যায়। বিমানবন্দরের দেওয়াল টপকাতে পারলেই মিলতে পারত মুক্তির স্বাদ। কিন্তু সেই স্বাদ মেলার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।  সেই সময় হুড়োহুড়িতে ৭ জন আফগান নাগরিক পদপিষ্ট হন বলে খবর। 

আরও পড়ুন: কাবুলে আটকে পড়া ৮৭ জন ভারতীয় অবশেষে দেশে ফিরলেন, তৃতীয় বিমানে আসছেন আরও ১০৭!


ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে প্রকাশিত রবিবার এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ আগানিস্তানের মাটিতে পরিস্থিতি অত্যন্ত জটিল৷ আমরা যতটা সম্ভব নিরাপদ থেকে, নিরাপদভাবে পরিস্থিতি ম্যানেজ করার জন্য যা যা করতে পারি তা করছি।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.