রাজভবনের দায়িত্বে থাকা মহিলা পুলিশ অফিসারের স্বামী নিখোঁজ, চলছে পুলিশি তদন্ত

কলকাতা: রাজভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা শান্তি দাস বসাকের স্বামী দীপাঞ্জন বসাক নিখোঁজ। বৃহস্পতিবার থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। হাওড়ার পেনরো থানায় নিখোঁজ ডায়েরি করেছেন শান্তি। দীপাঞ্জনের সন্ধানে শুরু হয়েছে পুলিশি অনুসন্ধান।

দীপাঞ্জন অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। শান্তি জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে হাওড়ার দিকে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাতে বাড়ি না ফেরায় শান্তি শুক্রবার সকালে থানায় অভিযোগ দায়ের করেন।

শান্তির মতে, ‘‘গত কয়েক দিন ধরে দীপাঞ্জন মনখারাপ করে ছিলেন এবং সবকিছুতেই অনীহা প্রকাশ করছিলেন। কোনও কারণে অসন্তুষ্ট ছিলেন। প্রশাসনকে বিষয়টি জানিয়েছি। রাজভবনেও জানানো হবে। দীপাঞ্জন ফিরে এলে তাঁকে কাউন্সেলিং করানোর ভাবনা রয়েছে।’’

সমাজমাধ্যমে স্বামীর ছবি শেয়ার করে শান্তি লিখেছেন, ‘‘আমার স্বামী দীপাঞ্জন নিখোঁজ। পরিবারের সকলে খুবই চিন্তিত। কারও কাছে কোনও তথ্য থাকলে দয়া করে জানান।’’

এই ঘটনায় পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দীপাঞ্জনের সন্ধান পেতে চেষ্টা চালাচ্ছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক