রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসব বোনাস ঘোষণা

জয়নগরে মমতা।

রাজ্য সরকারি কর্মীদের জন্য উৎসবের মরসুমে ‘অ্যাড হক’ বোনাস ঘোষণা করল নবান্ন। মঙ্গলবার প্রকাশিত সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সমস্ত কর্মীদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে, তাঁরা চলতি অর্থবর্ষে ৬,৮০০ টাকা উৎসব বোনাস পাবেন। মুসলিম কর্মীরা ইদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপূজার আগে এই বোনাসের সুবিধা পাবেন। এছাড়া, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন।

বোনাসের যোগ্যতা ও শর্তাবলি:

  • সরকারি কর্মীদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার মধ্যে হলে তাঁরা এই বোনাসের আওতায় পড়বেন।
  • ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যাঁদের বেতন এই সীমার মধ্যে থাকবে, তাঁরাও সুবিধা পাবেন।
  • যারা ২০২৪-২৫ অর্থবর্ষে টানা ছ’মাস কাজ করেছেন, তাঁরা এই বোনাসের দাবিদার।
  • অস্থায়ী কর্মীদের মধ্যে যাঁরা অন্তত ১২০ দিন কাজ করেছেন, তাঁরাও এই সুবিধা পাবেন।

পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধা:

  • ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের আগে অবসর নেওয়া পেনশনভোগীরা এই বোনাস পাবেন।
  • যাঁরা ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের ১ সেপ্টেম্বরের মধ্যে অবসর নিয়েছেন বা নেবেন, তাঁরাও সুবিধাভোগী হবেন।
  • কোনও পেনশনভোগীর মৃত্যু হলে তাঁর পরিবার এই সুবিধা পাবে, তবে শর্তসাপেক্ষে মাসিক পেনশন ৩৮,০০০ টাকার বেশি হলে এই সুবিধা মিলবে না।
  • ৩৮,০০০ টাকার মধ্যে যাঁরা পেনশন পান, তাঁরা ৩,৫০০ টাকা উৎসব বোনাস পাবেন।
  • বিশেষ বা রাজনৈতিক পেনশনভোগী কিংবা পাকিস্তান থেকে আসা অভিবাসী পেনশনভোগীরা এই সুবিধার আওতায় আসবেন না।

উৎসব ঋণ সুবিধা:

  • ২০২৫ সালের ৩১ মার্চের পরে যাঁদের মাসিক বেতন ৪৪,০০০ টাকার গণ্ডি ছাড়িয়ে ৫২,০০০ টাকার মধ্যে থাকবে, তাঁরা ২০,০০০ টাকা পর্যন্ত উৎসব ঋণ নিতে পারবেন।
  • এই ঋণের ক্ষেত্রে কোনও সুদ দিতে হবে না এবং সর্বাধিক ১০টি কিস্তিতে পরিশোধ করতে হবে।
  • ২০২৬ সালের ৩১ আগস্টের মধ্যে এই ঋণ শোধ করা বাধ্যতামূলক।
  • ২০২৫ সালের ১ নভেম্বরের আগে অবসর নেওয়া কর্মীরা এই ঋণের সুবিধা পাবেন না।
  • ২০২৫ সালের ১ অক্টোবরের মধ্যে যারা নতুন নিয়োগ পাবেন, তাঁরা এই ঋণের সুবিধা নিতে পারবেন।

Related posts

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের