Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
'নোংরা প্রশ্ন করা হয়েছে', অভিযোগ মহুয়ার, পাল্টা এথিক্স কমিটির চেয়ারপার্সন - NewsOnly24

‘নোংরা প্রশ্ন করা হয়েছে’, অভিযোগ মহুয়ার, পাল্টা এথিক্স কমিটির চেয়ারপার্সন

নয়াদিল্লি: টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন কাণ্ডে কাণ্ডে বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ এথিক্স কমিটির সামনে হাজিরা দেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। কমিটি সূত্রের খবর, প্রথমে সংসদের প্রযুক্তি বিশেষজ্ঞদের কয়েক জনের বয়ান নথিবদ্ধ করা হয়। তার পর মহুয়ার বয়ান নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ-পর্বের প্রায় আড়াই ঘণ্টা অতিক্রান্ত হওয়ার পর একটি বিরতি হয়। তার পর আবার জিজ্ঞাসাবাদ শুরু হয়। তখনই বৈঠক থেকে বেরিয়ে আসেন মহুয়া-সহ বিরোধী সাংসদেরা।

ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন তোলার অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ মহুয়াকে তাঁর বক্তব্য জানার জন্য ডেকে পাঠিয়েছিল লোকসভার এথিক্স কমিটি। তবে বৈঠক থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে মহুয়া বলেন, ‘‘এটা কী ধরনের বৈঠক? ওঁরা নোংরা প্রশ্ন করছেন।’’ মহুয়াকে অনৈতিক এবং অপমানজনক প্রশ্ন করা হয়েছে বলে অভিযোগ করেছেন এথিক্স কমিটির সদস্য, বিএসপির সাংসদ দানিশ আলিও।

অন্য দিকে, এথিক্স কমিটির চেয়ারপার্সন বিনোদ সোনকার বলেছেন, জিজ্ঞাসাবাদ করার সময় সহযোগিতা করেননি মহুয়া। প্রশ্নের জবাব এড়াতে বেরিয়ে যান। তাঁর কথায়, “মহুয়া মৈত্র কমিটির তদন্তে সহযোগিতা করেননি। বিরোধী সদস্যরাও রেগে গিয়ে অভিযোগ তোলেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বাকি থাকতেই হঠাৎ বৈঠক থেকে বেরিয়ে যান”। একই সঙ্গে তাঁর অভিযোগ, “প্যানেলের কাজ এবং আমার বিরুদ্ধে আপত্তিকর শব্দ ব্যবহার করা হয়েছে।”

কমিটির আরেক সদস্য অপরাজিতা সারঙ্গী বলেছেন, “দর্শন হীরানন্দানির হলফনামা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রেগে যান মহুয়া মৈত্র। সেসময় উদ্ধত আচরণ করতে শুরু করেন তিনি”।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও