২২ জুলাই থেকে শুরু কেন্দ্রের বাজেট অধিবেশন

নয়াদিল্লি: লোকসভা ভোটের আগে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছিল কেন্দ্রীয় সরকার। এ বার ভোট মিটে যাওয়ার পর ২০২৪ – ২৫ আর্থিক বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শনিবার ঘোষণা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে। সেই কারণে, গত ১ ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সংসদে। এর পর লোকসভা ভোটে জিতে তৃতীয় বার ক্ষমতায় এসেছে মোদী সরকার। মোদী সরকার নিজের তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে।

শনিবার শনিবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু এক্স হ্যান্ডলে (আগের টুইটার) জানান, সরকারের সুপারিশ মেনে সংসদের উভয় কক্ষে ২২ জুলাই থেকে বাজেট অধিবেশন শুরুর সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি। সেই অধিবেশন চলবে ১২ আগস্ট পর্যন্ত।

উল্লেখযোগ্য ভাবে, এই নিয়ে টানা সাত বার কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে নির্মলা বাজেট পেশ করতে চলেছেন। এ দেশে প্রথম। এর আগে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী মোরারজি দেশাই টানা ছ’বার সংসদে বাজেট পেশ করেছিলেন। এ বার তাঁকে ছাপিয়ে গেলেন নির্মলা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক