Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
হলুদ লাইন পেরোলেই জরিমানা, যাত্রী সুরক্ষায় কঠোর মেট্রো কর্তৃপক্ষ - NewsOnly24

হলুদ লাইন পেরোলেই জরিমানা, যাত্রী সুরক্ষায় কঠোর মেট্রো কর্তৃপক্ষ

স্টেশনে ঢোকার আগে মেট্রোর প্ল্যাটফর্মে বারবার শোনা যায় সতর্কবাণী—“হলুদ লাইন অতিক্রম করবেন না।” তবুও অধিকাংশ যাত্রী তাতে কান দেন না। এবার আর শুধুমাত্র সতর্কতায় নয়, যাত্রী সুরক্ষায় কঠোর পদক্ষেপ নিতে চলেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

আগামী ১ জুন থেকে কার্যকর হতে চলেছে নতুন নিয়ম—মেট্রো স্টেশনে ট্রেন আসার আগে যদি কেউ হলুদ সীমানা পেরিয়ে দাঁড়ান, তবে সেই যাত্রীকে গুনতে হবে ২৫০ টাকা জরিমানা।

মেট্রো সূত্রের খবর, প্ল্যাটফর্মজুড়ে বসানো সিসিটিভির মাধ্যমে নজরদারি চালানো হবে। নিয়মভঙ্গকারীদের শনাক্ত করে সঙ্গে সঙ্গে নেওয়া হবে ব্যবস্থা। আরপিএফও বিশেষ অভিযান চালাবে এ বিষয়ে।

মেট্রো আধিকারিকদের দাবি, ট্রেনে প্রথমে ওঠার তাড়ায় অনেক যাত্রী ট্রেন ঢোকার আগেই হলুদ লাইন পার করে দাঁড়িয়ে পড়েন প্ল্যাটফর্মের একেবারে কিনারায়। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। অতীতে একাধিক যাত্রী পা ফসকে লাইনে পড়ে গিয়েছেন। এমনকি আত্মহত্যার প্রবণতাও বেড়েছে বলেও আশঙ্কা করছেন কর্তৃপক্ষ।

এক কর্তার কথায়, “ছয়-সাত মিনিট অন্তর ট্রেন এলেও যাত্রীরা যেন প্রতিযোগিতায় নেমে পড়েন। তাই এবার নিয়ম না মানলে সরাসরি পকেটেই টান পড়বে। আশা করছি, এতে মানুষ সতর্ক হবেন।”

সব মিলিয়ে, হলুদ লাইন পেরোলে এবার আর শুধু সতর্কবাণী নয়, সঙ্গী হবে জরিমানার বোঝাও।

Related posts

কয়লা ব্যবসায়ীদের বাড়ি–অফিসে ইডির তল্লাশি, পশ্চিমবঙ্গ-ঝাড়খণ্ড সহ ২ রাজ্যে অভিযান

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ