ফের উত্তপ্ত ভাঙড়, তৃণমূলের দলীয় কার্যালয়ে আগুন

ভাঙড়: ফের অশান্ত ভাঙড়। শুক্রবার রাতে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের চক মরিচা গ্রামে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের নিশানায় পড়ে সম্পূর্ণ পুড়ে যায় কার্যালয়টি। অভিযোগের তির আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের দিকে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। অগ্নি নিয়ন্ত্রণে আসে ও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এখনও পর্যন্ত অভিযুক্তদের ধরতে চলছে তল্লাশি। এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

তৃণমূল বিধায়ক শওকত মোল্লা এই ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “আইএসএফ বারবার ভাঙড়ে অশান্তি ছড়াচ্ছে। মানুষকে ভয় দেখিয়ে রাজনৈতিক সন্ত্রাস চালাতে চাইছে।”

এই ঘটনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। শনিবারও এলাকা থমথমে, নজরদারিতে প্রশাসন।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?