বাইপাসের ধারে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই একের পর এক ঝুপড়ি

কলকাতা: রবিবার সকালে আনন্দপুরের বস্তিতে ভয়াবহ আগুন। হাওয়ার গতি বেশি থাকায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। অন্তত ৫০টি ঝুপড়ি ঘর, দোকান পুড়ে ছাই হয়ে যায়। হতাহতের খবর মেলেনি।

বাইপাস লাগোয়া একটি বেসরকারি হাসপাতালের পাশে রয়েছে এই ঝুপড়িগুলি। সেখানেই এদিন সকালেই আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তীব্র আতঙ্ক এলাকায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। দমকলের তরফে জানানো হয়, আর কোনও উদ্বেগের কারণ নেই। তবে আগুনের গ্রাসে ঘরছাড়া বহু মানুষ।

এদিকে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। চলছে দমকা হাওয়া। সেই হাওয়াতেই প্রথমে আগুন দ্রুত ছড়িয়েও পড়ে। দমকল যতক্ষণে এসে পৌঁছায় ততক্ষণে গোটা এলাকাকে কার্যত গিলে ফেলেছে আগুনের লেলিহান শিখা। এতটাই বিধ্বংসী আকার ধারণ করে যে কিছু বাঁচানো সম্ভব হয়নি। নেভাতে গিয়ে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের।

Related posts

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস