বারাসত: উত্তর ২৪ পরগনার বারাসত শহরের বাদুবাজার কাঞ্চনতলা এলাকায় একটি তেলের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার সকালে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। আগুনে বেশ কয়েক জন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
সকালে হঠাৎ করেই কারখানায় আগুন লাগলে কর্মীরা প্রথমে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু কারখানার ভেতরে থাকা রাসায়নিক এবং অন্যান্য দাহ্য পদার্থের কারণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। কালো ধোঁয়ার কুণ্ডলী অনেক দূর থেকে দেখা যাচ্ছিল, যা পথচলতি মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন এবং তৎপরতার সঙ্গে উদ্ধার কাজ শুরু করে।
আগুন নেভানোর কাজ চলাকালীন এক জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা এবং একজনকে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বেশ কয়েকজন কর্মী ঝলসে গিয়েছেন। তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত কারখানার ভেতরে কেউ আটকে রয়েছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনতে।
এই মুহূর্তে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি।