কলকাতা মেডিক্যাল কলেজে আগুন, আতঙ্ক ছড়াল হাসপাতালে

কলকাতা মেডিক্যাল কলেজের গ্রিন বিল্ডিংয়ে হঠাৎই আগুন লেগে যায় মঙ্গলবার সকালে। আচমকা ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে। দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। যদিও আগুন লাগার উৎস এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থলে উপস্থিত দমকল আধিকারিকরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন।

এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত কোনও বড়সড় ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। তবে চিকিৎসা চলাকালীন এমন ঘটনা হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন