তিরুপতির তিরুমালা মন্দিরের লাড্ডু বিতরণ কাউন্টারে আগুন, আতঙ্কে ভক্তরা

পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার কয়েকদিন পর তিরুপতির ভেঙ্কটেশ্বর মন্দিরের লাড্ডু বিতরণ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। অগ্নিকাণ্ডের পরপরই পুরো চত্বর ধোঁয়ায় ঢেকে যায়। আতঙ্ক ছড়ায় ভক্তদের মধ্যে।

প্রাথমিক ধারণা অনুযায়ী, শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগতে পারে বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলের ছবি ও ভিডিওতে এই ইঙ্গিত পাওয়া গেছে।

 মাত্র কয়েকদিন আগেই এই তিরুপতি মন্দিরে ভিড়ে পদপিষ্ট হয়ে ছ’জনের মৃত্যু হয়েছিল। জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই এ দিন আগুন লাগে প্রসাদের কাউন্টারে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বরাতজোরে এড়ানো গিয়েছে বড়সড় দুর্ঘটনা। কারও হতাহত হওয়ার খবর মেলেনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন