শিয়ালদহ ইএসআই হাসপাতালে অগ্নিকাণ্ড, আতঙ্কে রোগী ও তাঁদের পরিবার, শ্বাসকষ্টে এক রোগীর মৃত্যু

কলকাতা: শিয়ালদহ ইএসআই হাসপাতালে শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় আতঙ্ক ছড়ায় রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। হাসপাতালে ভর্তি ৮০ জন রোগীর মধ্যে বেশ কয়েকজনকে মানিকতলা ইএসআই হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদের হাসপাতালের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকল রোগীকেই নিরাপদে ভিতরে ফিরিয়ে আনা হবে।

অগ্নিকাণ্ডের জেরে চিকিৎসাধীন এক ক্যানসার রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। পরিবারের দাবি, আগুন লাগার পর কালো ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট শুরু হয় এবং পরে ওই রোগীর মৃত্যু হয়। তবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অভিযোগ মানতে নারাজ এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

দমকলের ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সকাল ৭টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলমন্ত্রী সুজিত বসু এবং তৃণমূল নেতা কুণাল ঘোষ দ্রুত হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। মন্ত্রী জানান, পুজোর কারণে অনেক রোগীই ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন, যার ফলে বড় দুর্ঘটনা এড়ানো গেছে।

দমকলের প্রাথমিক অনুমান, এসি যন্ত্রে শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে নিশ্চিত হতে তদন্ত চালানো হচ্ছে। হাসপাতাল চত্বরে ব্যাপক পরিকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। শুক্রবার হাসপাতালের বহির্বিভাগ (আউটডোর) বন্ধ রাখা হয়েছে।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে