হাওড়া ব্রিজের কাছে ফুল মার্কেটের অনতিদূরে বিধ্বংসী আগুন

হাওড়া ফুল বাজারের কাছে আগুন। প্রতীকী ছবি

হাওড়া: রবিবার দুপুরে হাওড়া ব্রিজের নিকটবর্তী ফুলের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে পুড়ে যায় বেশ কয়েকটি দোকান। দুপুর সাড়ে ১২টা নাগাদ এই আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় দেড়টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গেছে। তবে দোকানগুলির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক কিভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। 

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয় সূত্রের দাবি, বাজারের কাছে একটি হোর্ডিং লাগানোর কাজ চলছিল। সেই সময় ঝালাই করার ফাঁকে আগুনের ফুলকি উড়ে গিয়ে এক দোকানে পড়ে, সেখান থেকেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক