কলকাতা বিমানবন্দরের অগ্নিকাণ্ড, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

কলকাতা: বুধবার রাত ৯টা নাগাদ কলকাতা বিমানবন্দরের ‘চেক-ইন’ এলাকার ‘ডি-পোর্টালে’ আগুন লেগে যায়। শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, রাত সওয়া ৯টা ১২ মিনিট নাগাদ ওই আগুন লাগে। বিমানবন্দরের নিজস্ব অগ্নি নির্বাপক কর্মী এবং দমকলের প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন নিভে যাওয়ার অনেক ক্ষণ পর পর্যন্ত গোটা চত্বর ধোঁয়ায় ঢাকা ছিল। আগুনের কারণে, সাময়িক ভাবে ব্যাহত হয় বিমানবন্দরের পরিষেবা। বন্ধ রাখা হয় চেক-ইন প্রক্রিয়াও। তবে দ্রুততার সঙ্গে আগুন নিভিয়ে বিমানবন্দরের পরিষেবা আবার স্বাভাবিক করার চেষ্টা চলে। যে বিমানগুলি আগুন লাগার সময়ে অবতরণ করেছিল, সেই বিমানের যাত্রীদের এতক্ষণ বিমানেই বসিয়ে রাখা হয়েছিল। আগুন নিয়ন্ত্রণে আনার পর তাঁদের একে একে বিমানবন্দর থেকে বের করা হয়।

ঘটনার কথা টুইট করেন বিমানবন্দর কর্তৃপক্ষ। রাতে আগুন লাগার ঘটনার পর কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে একটি টুইট করে জানানো হয়, রাত ৯ টা ১২ মিনিট নাগাদ বিমানবন্দরের চেক ইন এরিয়ে পোর্টাল ডি-এর কাছে আগুন লাগে। রাত ৯ টা ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়। সব যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল বলেও জানাচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

রাতে টুইট করেন অসামরিক বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। টুইটে তিনি লেখেন, “কলকাতা বিমানবন্দরে ছোটখাটো একটি আগুন লাগার ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। সমস্ত যাত্রী এবং কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। হতাহতের কোনো ঘটনা ঘটেনি। রাত ১০টা ২৫ মিনিট থেকে ‘চেক ইন’ প্রক্রিয়া ফের স্বাভাবিক হয়েছে। আগুন লাগার কারণ জানা যাবে শীঘ্রই।’’

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক