তপসিয়ার বস্তিতে ভয়াবহ আগুন, পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি

তপসিয়া: শুক্রবার দুপুরে তপসিয়ার একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের আটটি ইঞ্জিন ও প্রগতি ময়দান থানার পুলিশ পৌঁছেছে। এলাকা ঘিঞ্জি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আশঙ্কা করা হচ্ছে, বস্তির ঝুপড়িতে এখনও অনেকে আটকে রয়েছেন। তাঁদের উদ্ধারে তৎপর দমকল ও পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। মুহূর্তে কালো ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। আগুন লাগার স্থানটির পাশে একটি বহুতল থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দও শোনা যায়, যা সিলিন্ডার ফাটার কারণে হয়েছে বলে মনে করা হচ্ছে।

আগুনে অন্তত শতাধিক ঝুপড়ি পুড়ে গিয়েছে। এক বাসিন্দা জানান, ‘‘আগুন খুব দ্রুত ছড়ায়। কানফাটা শব্দ চারিদিকে। আগুনের শিখা বহু দূর থেকে দেখা যাচ্ছিল।’’ আর এক বাসিন্দা বলেন, ‘‘ছেলেকে নিয়ে কোনও মতে বেরিয়ে এসেছি। দরকারি কিছুই নিতে পারিনি।’’

দমকল আসার আগে স্থানীয়রা খাল থেকে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা এতটাই ছিল যে, স্থানীয়দের পক্ষে তা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দমকল দেরি করে পৌঁছনোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। এক বাসিন্দা বলেন, ‘‘বালতির জল দিয়ে নেভানো যাচ্ছিল না। দমকল অনেক দেরিতে এসেছে।’’

আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। তদন্ত চলছে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?