আনোয়ার শাহ রোডের বস্তিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন, আহত এক যুবক

কলকাতা: সোমবার ভোরে কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাড়ে পাঁচটা নাগাদ এক বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে অন্তত ৬ থেকে ৭টি বাড়িতে আগুন লেগে যায়।

বিস্ফোরণে আহত একজন যুবককে উদ্ধার করে তৎক্ষণাৎ বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে। দীর্ঘ সময়ের চেষ্টায় কিছুটা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দমকল কর্মীরা জানিয়েছেন। আগুনের তীব্রতার কারণে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির ক্ষতি হয়েছে, এবং আশঙ্কা করা হচ্ছে আরও কিছু সময় লাগতে পারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে।

দমকল বাহিনীর প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই আগুনের সূত্রপাত হয়। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে