ধানবাদের হাসপাতালে ভয়াবহ আগুন, চিকিৎসক দম্পতি-সহ অন্তত ৬ জনের মৃত্যু

শুক্রবার রাতে ধানবাদের হাসপাতালে ভয়াবহ আগুন। চিকিৎসক দম্পতি-সহ অন্তত ৬ জনের মৃত্যু। ঘটনাটি ঘটেছে রাঁচী থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে ধানবাদের ব্যাঙ্ক মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে।

ঘটনায় প্রকাশ, শহরের ব্যাঙ্ক মোড়ে অবস্থিত হাজরা হাসপাতালে রাত ১টা নাগাদ আগুন লেগে যায়। আগুন নিয়ন্ত্রণে হাসপাতালে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও। অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে ৯ জনকে উদ্ধার করা হয়। দ্রুত সবাইকে কাছের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন চিকিৎসক দম্পতি বিকাশ হাজরা ও প্রেমা হাজরা-সহ ছয়জন। এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে প্রশাসন।

৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে রয়েছেন হামরু, তারা, সুনীল নামের কয়েক জন। রয়েছেন হাসপাতালের ম্যানেজার ডা. প্রেমা হাজরা ও তার স্বামী ডা. বিকাশ হাজরা। যদিও প্রশাসন এখনও মৃত্যুর সঠিক সংখ্যা নিশ্চিত করেনি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন