সেন্ট্রাল পার্কের কাছে ঝুপড়িতে আগুন, ভষ্মীভূত ৫০টি ঘর, ঘটনারস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

ডেস্ক: সল্টলেকের ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রায় ৫০টি ঝুপড়ি ভস্মীভূত হয়ে গিয়েছে। সকাল ৮টা নাগাদ আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে।  গোটা এলাকা খালি করে দেওয়া হয়েছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু।


বাসিন্দাদের দাবি অনুযায়ী, এদিন সকালে প্রথমে ঝুপড়ির এক কোণে আগুনের শিখা দেখা যায়। এরপরই আগুন ক্রমশ ছড়িয়ে পড়তে থাকে। এলাকায় প্লাস্টিকের বোতল সহ একাধিক দাহ্য পদার্থ ছিল বলেও জানা গিয়েছে। ফলে আগুন ছড়াতে খুব বেশি সময় লাগেনি। দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও প্রায় কোনও ঝুপড়ি বাঁচানো সম্ভব হয়নি। তবে হতাহতের কোনও খবর নেই।

আরও পড়ুন: প্রথম দফার ভোটগ্রহণ মিটতেই তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল NIA


খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকল মন্ত্রী সুজিত বসু। এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। দমকল কর্মীদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তিনি জানিয়েছেন, আগুন লাগার কারণ কারণ স্পষ্টভাবে জানা যায়নি। কত ঝুপড়ি ছিল, তা জানতে পুলিশের সঙ্গে কথা বলছেন তিনি। কারণ জানতে ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম।


উল্লেখ্য ,কয়েকদিন আগেই কলকাতায় একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেলের দফতরে আগুন থেকে শুরু করে বাইপাসের ধারের ঝুপড়িতে অগ্নিকাণ্ড। বাগবাজারের ঝুড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রেলের দফতরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন মারা গিয়েছেন। 

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে