ময়নাগুড়িতে এনবিএসটিসি-র যাত্রীবোঝাই বাসে আগুন

ময়নাগুড়ি: সোমবার সন্ধ্যায় বানারহাট থেকে ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল এনবিএসটিসির একটি বাস। সেই সময় যাত্রীবাহী বাসটিতে আচমকাই আগুন লাগে। দাউ দাউ করে গাড়ি জ্বলতে দেখে আতঙ্ক ছড়ায় এলাকায়।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, বাসের ইঞ্জিন গরম হয়েই এই অঘটন ঘটেছে। কালীপুজোর মরশুমে বাসটি ভিড়ে ঠাসা ছিল বলে জানা যাচ্ছে। তবে বাস থেকে ধোঁয়া বেরতে দেখেই চালক বাসটিকে থামিয়ে দেন এবং হুড়মুড়িয়ে বাস থেকে নেমে আসেন যাত্রীরা।

ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও দমকল। ময়নাগুড়ি দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। হতাহতের কোনও খবর নেই।

ঘটনার জেরে যানজট সৃষ্টি হয়। পুলিশ কর্মীরা পুড়ে যাওয়া বাসটিকে রাস্তা থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জলপাইগুড়ি ডিপো থেকে সংস্থার আধিকারিকরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার কাজ শুরু করেছেন।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন