কলকাতা: বৃহস্পতিবার সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড টালিগঞ্জের কুঁদঘাট এলাকায় স্টুডিও পাড়ায়। প্রযোজনা সংস্থার গোডাউনে বিধ্বংসী আগুন।
খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছোয় দমকলের বিশাল বাহিনী। দমকলের প্রায় ১৫টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থলে দাঁড়িয়ে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, পরিস্থিতি খতিয়ে দেখছেন তিনি। সব ঠিক আছে। আগে আগুন নেভানোটাই লক্ষ্য।
বাবুরাম ঘোষ রোডের গুদামটি বেশ ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত। আগুন লাগার পর আশেপাশে বাড়ি থেকে অনেক দূরে সরে যান। এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ার আগুন নেভাতে বেগ পেতে হয় দমকলের বাহিনীকে। তবে আগুন লাগার সময়ে গোডাউনে কেউ ছিলেন না বলে জানা যাচ্ছে। ফলে গোডাউনের ভিতর কারোর আটকে পড়ার সম্ভাবনা ক্ষীণ।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ আগুন লাগে গুদামটি। আগুন লাগার সময় গুদামটিতে কেউ উপস্থিত ছিলেন না। কিন্তু প্রযোজনা সংস্থার বিপুল সরঞ্জাম সেখানে রাখা ছিল। সেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, স্থানীয় বাসিন্দারাই প্রথমে গোডাউন থেকে ধোঁয়া বের হতে দেখেন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত। গোডাউনের শেডটি টিনের। আগুনটি যেভাবে ছড়িয়ে পড়তে থাকে, প্রচণ্ড শব্দে টিনের শেড ফেটে ভেঙে পড়ে। গোডাউনের ভিতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়তে থাকে দ্রুত।
আরও পড়ুন: কালীপুজোতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, নেপথ্যে জোড়া ঘূর্ণাবর্ত