ধোঁয়ায় ঢাকল এলাকা, চাঁদনি চকে কাপড়ের শোরুমে আগুন। নিউ মার্কেটের (Chandnichalk) কাছে একটি কাপড়ের দোকানে আগুন (Fire) লাগে। পাশের কয়েকটি দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই দোকান ঘরগুলির ওপরের ফ্ল্যাট থেকে সরানো হয় বাসিন্দাদের। দমকলের ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তবে কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।
প্রথমে একটি দোকানে আগুন লাগে। তা থেকেই কিছুক্ষণের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। সেই আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা রাস্তায় বেরিয়ে আসেন এবং দমকলে খবর দেন।দমকল কর্মীদের অনুমান, শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। কিছু কিছু পকেটে আগুন থাকলেও আপাতত আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন দমকলকর্মীরা।