প্রথম পাতা খবর হাওড়ার ডুমুরজলায় বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই অধিকাংশ ঘর

হাওড়ার ডুমুরজলায় বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই অধিকাংশ ঘর

526 views
A+A-
Reset

হাওড়ার ডুমুরজলায় ঝিলের পাড়ে দীর্ঘদিনের “সবহারিয়ে” বস্তিতে মঙ্গলবার সন্ধ্যের মুখে ইলেক্ট্রিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়লে বস্তির অধিকাংশ ঘর পুড়ে যায়। পরপর গ্যাস সিলিন্ডার ফেটে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যে ৬টা নাগাদ আগুন লাগে। বিধ্বংসী আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আহত হয়েছেন কয়েকজন। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পৌঁছান দমকলমন্ত্রী সুজিত বসু।

স্থানীয় মানুষজন রাস্তায় নেমে পুলিশ প্রশাসনকে সাহায্য করেন। ক্ষতিগ্রস্তদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। বেশ কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থীর বইপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাণের ভয়ে মানুষকে এদিক-ওদিক রাস্তায় ছুটতে দেখা যায়।

জানা গিয়েছে, প্রায় এক ঘণ্টা পরে আগুন নেভাতে দমকল সক্ষম হয়। প্রশাসনের পক্ষথেকে যুদ্ধকালীন ভিত্তিতে ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়। বস্তিবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.