কলকাতা কর্পোরেশনে ফায়ার মকড্রিল, আগুন নিয়ন্ত্রণের প্রশিক্ষণ কর্মীদের

ফায়ার মকড্রিল। ছবি: রাজীব বসু

হঠাৎ আগুন লাগলে কীভাবে দ্রুত প্রতিক্রিয়া জানাতে হবে, তা শেখাতে মঙ্গলবার কলকাতা পুরসভায় অনুষ্ঠিত হল ফায়ার মকড্রিল। কর্পোরেশন ভবনে আয়োজিত এই মহড়ায় অংশ নেন কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণ ও প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা কীভাবে নিতে হবে, সে সম্পর্কে বিশদে প্রশিক্ষণ দেন দমকল আধিকারিকেরা।

দমকল অফিসাররা কর্মীদের আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতি যেমন ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার, জরুরি অবস্থায় এলাকা খালি করা, আহতদের নিরাপদ স্থানে সরানো — এই সব বিষয় হাতে-কলমে শেখান। কর্পোরেশন সূত্রে খবর, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন মহড়া আয়োজন করা হবে।

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মীরা জানান, এতদিন এ বিষয়ে তারা তেমন কিছু জানতেন না। এই প্রশিক্ষণ তাদের অনেকটাই সচেতন করেছে। পুর প্রশাসনের দাবি, শহরের প্রতিটি সরকারি ভবনে নিয়মিতভাবে এমন মকড্রিল চালু করা হবে, যাতে জরুরি পরিস্থিতিতে কর্মীরা প্রস্তুত থাকেন।

Related posts

সপ্তমীতে স্বস্তি, তবে নবমী-দশমীতে ফের ভিজতে পারে পুজো

বিজয়ের সভায় পদপিষ্টে মৃত ৩৯, তদন্ত কমিশন গঠন করলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?