357
পঞ্চায়েতের নির্বাচনের সঙ্গেই সেরে ফেলা হবে হাওড়া, বালি-সহ ৭ পুরসভার ভোটও। এমনই ইঙ্গিত দিয়ে রাখলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
ধূপগুড়ি, পাঁশকুড়া, হলদিয়া, বুনিয়াদপুর, দুর্গাপুর, নলহাটি, কুপার্স ক্যাম্প, কালিম্পং, রায়গঞ্জ, ডোমকল, পূজালি ও কার্শিয়াং পুরসভার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এই পুরসভাগুলির সঙ্গে হাওড়া ও বালির ভোটও করিয়ে নেওয়া হবে বলেও মত ফিরহাদের।
তাঁর মতে, “সারা বছর ধরে নির্বাচন চলতে থাকলে কাজে সমস্যা হয়। কাজ বাকি পড়ে যায়। তাই পঞ্চায়েত ভোটের সঙ্গেই পুরভোট সেরে ফেলতে চায় রাজ্য। হাওড়া, বালি-সহ অন্তত ৭টি পুরসভায় ভোট একইসঙ্গে হতে পারে।”