ত্রিপুরায় যেভাবে নির্বাচন হয়েছে, সেটাকে নির্বাচন না বলে প্রহসন বলা উচিত। ‘ত্রিপুরায় গণতন্ত্র রক্ষা করা যায়নি। ভোট করতে দেওয়া হয়নি। আমরা পশ্চিমবঙ্গে এমন করব না।’ নির্বাচনের ফলাফল ঘোষণার পর এই ভাষাতেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম।
ত্রিপুরা নির্বাচনের ফল ঘোষণার শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৩৪ টি আসনের মধ্যে ৩২৯টি আসনেই BJP জিতে গিয়েছে আর একটি আসন গিয়েছে তৃণমূল কংগ্রেস এর দখলে। তাৎপর্যের বিষয় হল, এই একটি মাত্র আসন দিয়েই এবারের ত্রিপুরা পুর নির্বাচনে ত্রিপুরার বুকে নিজেদের খাতা খুলল জোড়াফুল শিবির।
এদিকে ত্রিপুরা ভোটের এই ফলাফল প্রসঙ্গে কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ত্রিপুরায় ভোট হতেই দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দেশ উপেক্ষা করে গণতন্ত্র হত্যা করা হয়েছে ওই রাজ্যে। ফলে ত্রিপুরার ফল নিয়ে আলোচনা করার মতো জায়গাই অবশিষ্ট নেই।’
ফিরহাদ এর আরও উক্তি, ‘যদি বিপ্লব দেব ত্রিপুরায় এতো উন্নতি করে থাকে তাহলে কেন ভয় পেল? কেন নির্বাচন করতে দিল না? বাংলায় আমরা এমন করব না।’