প্রথম পাতা খবর নিউটাউন থেকে পরিবেশবান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন ফিরহাদ

নিউটাউন থেকে পরিবেশবান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন ফিরহাদ

98 views
A+A-
Reset

পেট্রোল- ডিজেলের বদলে আরও বেশি করে বিকল্প জ্বালানি ব্যবহারের উপরে জোর দিচ্ছে রাজ্য সরকার৷ সেই লক্ষ্যেই সোমবার বিকালে নিউটাউন থেকে পরিবেশবান্ধব বেসরকারি সিএনজি বাস পরিষেবা চালু করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন, আবাসন এবং পরিবহণ দফতরের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Firhad Hakim)। এদিন তিনি নিউটাউনে যে বাস পরিষেবাটির উদ্বোধন করেন তা চলবে সাপুরজি থেকে উল্টোডাঙা অবধি। সাবার্বান বাস সার্ভিসেসের তরফে এই বাস পরিষেবা চালু করা হয়েছে।
এই পরিষবার প্রথম পর্যায়ে এদিন ৫টি বাস চালু হল। আগামী দিনে এই প্রকল্প লাভদায়ী হলে আরও দুটি পর্যায়ে আরও ১০টি বাসকে রাস্তায় নামানো হবে বলে জানা গিয়েছে। এর ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরতদেরও নিউ টাউন এবং সেক্টর ফাইভে যাতায়াতে সুবিধা হবে৷ নতুন এই বাসে উঠলেই ২০ টাকা ভাড়া দিতে হবে৷ এর পরে দু’টি স্তরে ভাড়া যথাক্রমে ২৫ ও ৩৫ টাকা৷

রাজ্য সরকার চাইছে, বেসরকারি বাসগুলিও যাতে ডিজেলের বদলে সিএনজি-তে চালানো যায়৷ কিন্তু বাস মালিকদের অভিযোগ, বাস সিএনজি-তে চালানোর উপযুক্ত করতে একদিকে কয়েক লক্ষ টাকা খরচ যেমন হবে, তার উপর শহরে সিএনজি গ্যাস ভরানোর জায়গাও অত্যন্ত কম৷

এদিন এই পরিষেবার উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ জানান, ‘সিএনজি-র সঙ্গে বেঙ্গল গ্যাস নামে নতুন একটা কোম্পানি হয়েছে। যারা বাসের রিফিলিং ছাড়াও কলকাতায় গ্যাস সাপ্লাই করবে। আগামী সাত দিনের মধ্যেই কসবাতে আমরা উদ্বোধন করব সিএনজি স্টেশন। পাশাপাশি সব ট্রাম ডিপো গুলোতে যেহেতু পাওয়ার আছে তাই সেখানেও চার্জিং স্টেশন ব্যবস্থা করা হচ্ছে। সিইএসসি এবং বিদ্যুৎ বণ্টন কোম্পানির সঙ্গে বৈঠক হয়েছে। ভবিষ্যতে সিএনজি এবং ব্যাটারি চালিত গাড়ির জন্য চার্জিং স্টেশন হবে কলকাতা এবং বৃহত্তর কলকাতা এলাকায়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.