খাস কলকাতায় বাড়িতে ঢুকে ডাকাতির চেষ্টা, বাধা দিতেই গুলি, গ্রেফতার ৩

কলকাতা : খাস কলকাতায় ডাকাতির আতঙ্ক। ঘরে ঢুকে লুঠপাটের চেষ্টা চালাল দুষ্কৃতীরা। গৃহকর্ত্রী চিৎকার করতেই চালানো হল গুলি।ঘটনাটি ঘটেছে লেক অ্যাভিনিউতে।

বৃহস্পতিবার রাতে বাড়িতে ঢুকে লুঠপাটের চেষ্টা চালায় একদল । লুঠপাট না করতে পেরে দুষ্কৃতীরা এক রাউন্ড গুলিও চালায় বলে অভিযোগ। অভিযোগ, লুটপাটের চেষ্টা চলে। কিন্তু গৃহকর্ত্রী চিৎকার শুরু করায় লুটপাট বাধাপ্রাপ্ত হয়। তার পরেই এক রাউন্ড গুলি চালিয়ে চম্পট দেয় তিন জন। পরিস্থিতি প্রতিকূল দেখে পালায় ডাকাতরা। তবে যাওয়ার পথে শূন্যে ১ রাউন্ড গুলি চালায় তারা বলে অভিযোগ।

তবে এই ঘটনায় কেউ আহত হননি। পালিয়েও অবশ্য শেষ রক্ষা হয়নি তিনজনের। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে রাতেই ওই তিনজনকে গ্রেফতার করেছে লালবাজারের গুণ্ডা দমন শাখা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিন জনই ভিন্‌রাজ্যের বাসিন্দা।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে