দিঘা জগন্নাথ মন্দিরে আজ প্রথম রথযাত্রা, রশি টেনে সূচনা করবেন মুখ্যমন্ত্রী

দিঘার জগন্নাথ ধামে প্রথম রথযাত্রা উৎসব। সদ্য নির্মিত এই ধর্মস্থানের রথযাত্রা শুরু হতে চলেছে শুক্রবার, যা ঘিরে সৈকত শহরে তৈরি হয়েছে উৎসবের আবহ। রথ উৎসবের আগেই, বুধবার দিঘায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর হাত ধরেই রথযাত্রার সূচনা হবে—রশি টেনে রথ টানবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সফরে তাঁর সঙ্গে রয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। বৃহস্পতিবার জগন্নাথ দেবের উদ্দেশে অর্পণ করা হবে ৫৫ পদের ভোগ।

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে পূজোপাঠ ও রথদর্শন। সন্ধ্যার আগেই রথ স্থাপন করবে মন্দির কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর আসার কথা শুক্রবার দুপুর দু’টো নাগাদ।

রথযাত্রায় উপস্থিত ভক্তদের কথা ভেবেই বিশেষ ব্যবস্থা নিয়েছে প্রশাসন। ব্যারিকেডের সঙ্গে রথের রশি ছোঁয়ানো থাকবে, যাতে দর্শনার্থীরা তা স্পর্শ করে প্রণাম করতে পারেন। মুখ্যমন্ত্রী বলেন, “প্রথমবার এই আয়োজনে বাংলার মানুষকে স্বাগত জানাই।”

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন