প্রথম পাতা খবর পুনর্বাসন ছাড়া রেলের জমি থেকে উচ্ছেদ নয়, অমিত শাহের সঙ্গে বৈঠকে সাফ জানালেন মমতা

পুনর্বাসন ছাড়া রেলের জমি থেকে উচ্ছেদ নয়, অমিত শাহের সঙ্গে বৈঠকে সাফ জানালেন মমতা

271 views
A+A-
Reset

কলকাতা: পুনর্বাসন ছাড়া রেলের জমি থেকে উচ্ছেদ নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে এমনই বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা-এই চার রাজ্য পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের সদস্য। আন্তর্দেশীয় এবং আন্তর্রাজ্য সীমানা নিরাপত্তা ও পরিকাঠামো ক্ষেত্রে যৌথ উদ্যোগ নিয়ে আলোচনার জন্য এই বৈঠক হয়। শনিবার নবান্ন সভাঘরে আয়োজিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহাররে উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাবদ এবং ওড়িশার স্বরাষ্ট্রমন্ত্রী।

জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সীমান্তে বিএসএফের কার্যকলাপ নিয়ে কথা হয়েছে। এ ছাড়া আলোচনায় উঠে আসে সীমান্ত দিয়ে পাচার সমস্যার বিষয়টিও। কোথাও কোথাও বিএসএফের অতি সক্রিয়তা, কোথাও নিষ্ক্রিয়তার অভিযোগ নিয়েও আলোচনা হয়েছে বৈঠকে।

সূত্রের খবর এ দিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠকে বলেন,”সীমান্ত নিরাপত্তায় শুধু বিএসএফের ঘাড়ে দায়িত্ব চাপাতে পারে না রাজ্যে। এ নিয়ে তাদেরও দায়িত্ব রয়েছে। রাজ্যকে সেই দায়িত্ব সক্রিয় ভাবে পালন করতে হবে”। অন্য দিকে, সীমান্ত রক্ষার নামে বিএসএফের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ দিনের বৈঠকে রেল বোর্ডের সদস্য (ওয়ার্কস) ব্রিজেশ কুমার জানান, বাংলা, বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশায় রেলের বহু প্রকল্প চলছে। বেশ কয়েকটি জায়গায় জমি নিয়ে সমস্যা আছে। জমি জট সমাধানের অনুরোধও জানান তিনি। রেলের জমি থেকে জবরদখলকারীদের উচ্ছেদ করার কথা বলেন অমিত শাহ। তবে পুনর্বাসন ছাড়া একজনকেও উচ্ছেদ করা যাবে না বলেই সাফ জানিয়ে দেন মমতা।

আরও পড়ুন: নবান্ন সভাঘরে একমঞ্চে অমিত শাহ-মমতা বন্দ্যোপাধ্যায়

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.