দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তাকে বেছে নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বুধবার সন্ধ্যায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে তাঁর নাম ঘোষণা করা হয়। বৃহস্পতিবার দুপুর ১২টায় রামলীলা ময়দানে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন।
৫০ বছর বয়সী রেখা গুপ্তা ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-এর নেত্রী ছিলেন এবং দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এবারই প্রথমবারের মতো বিধায়ক নির্বাচিত হয়েছেন তিনি। নয়াদিল্লি আসনে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে পরাজিত করা প্রবেশ বর্মা বৈঠকে রেখা গুপ্তার নাম প্রস্তাব করেন।
দীর্ঘ ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০টি আসনের মধ্যে ৪৮টিতে জয়লাভ করেছে তারা, অন্যদিকে আম আদমি পার্টি পেয়েছে ২২টি আসন। সুষমা স্বরাজের পর দিল্লি আবারও একজন নারী মুখ্যমন্ত্রী পেল।
নবনিযুক্ত মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন, “আমি বিজেপিকে ধন্যবাদ জানাই। আপনাদের সবার আশীর্বাদের জন্য আমি কৃতজ্ঞ। দিল্লিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে আমি বদ্ধপরিকর।”
দিল্লির উপরাজ্যপাল ভি কে সাক্সেনা শপথগ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।