Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের, সোমবার শুনানি - NewsOnly24

৫ সদস্যের বৃহত্তর বেঞ্চ গঠন হাইকোর্টের, সোমবার শুনানি

ডেস্ক: নারদ মামলায় পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চ গঠন করল কলকাতা হাইকোর্ট৷ অভিযুক্ত ৪ নেতামন্ত্রীর জামিনে স্থগিতাদেশের ওপর শুনানির জন্য ৫ সদস্যের বেঞ্চ গঠন করলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল।  সোমবার সকাল ১১টায় হাইকোর্টে বৃহত্তর বেঞ্চের শুনানি হবে। 


নারদ কাণ্ডে ধৃত পাঁচ নেতাকে অন্তবর্তী জামিন দেওয়া হবে কি না, তা নিয়ে এ দিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে মতানৈক্য হয়৷ তার পরই চার নেতাকে গৃহবন্দি করার নির্দেশ দিয়ে মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন দুই বিচারপতি৷

আরও পড়ুন: ব্ল্যাক ফাঙ্গাসের জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে: মোদী


এদিন হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল জানিয়েছেন, প্রধান বিচারপতি যে ৫ সদস্যের বেঞ্চ তৈরি করেছেন তাতে রয়েছেন তিনি নিজে। সঙ্গে রয়েছেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি হরিশ টেন্ডন, বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। সোমবার বেলা ১১টায় কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে। অর্থাৎ শনি ও রবিবার গৃহবন্দি থাকতে হবে ফিরহাদ-সুব্রতদের। 

Related posts

নিম্নচাপ-ঘূর্ণাবর্তে শীতে ভাটা, কলকাতায় সামান্য কমল তাপমাত্রা

দুবাই এয়ার শো-তে তেজস ভেঙে মৃত্যু ভারতীয় পাইলট নমনশ স্যায়ালের, শোকস্তব্ধ হিমাচল

এসআইআর মাঝেই তৃণমূলের মেগা বৈঠক সোমবার, অভিষেকের নেতৃত্বে সাংসদ–বিধায়কদের পারফরম্যান্স রিভিউ