কলকাতা: রাজ্যে আরও পাঁচজনের দেহে মিলল ওমিক্রন। তবে উল্লেখযোগ্য, আক্রান্তের এক জন বিদেশ থেকে এসেছেন। বাকি চারজনই স্থানীয় বাসিন্দা। এর ফলে রাজ্যে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১১-তে।
কোভিড সংক্রমিত ব্যক্তিরা ওমিক্রন আক্রান্ত কিনা তা জানার জন্য ২২৫ জনের নমুনা কল্যাণীতে জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১০৭টি রিপোর্ট এসেছে রাজ্য সরকারের হাতে। সেই রিপোর্ট থেকে জানা গিয়েছে পাঁচ জন ওমিক্রন আক্রান্ত।
এদের মধ্যে দু’জন কলকাতার বাসিন্দা, একজন হাওড়া এবং এক দমদমের। তাঁরা প্রত্যেকেই নিভৃতবাসে রয়েছেন। এদের কারও মৃদু উপসর্গ রয়েছে কেউ আবার উপসর্গহীন।
রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, এই পাঁচ ওমিক্রন আক্রান্তের সংর্স্পশে যারা এসেছিলন তাঁদেরও খোঁজ করা হচ্ছে। জানা গিয়েছে আগামিকালও ৭০০ নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হবে। রাজ্যে এখন পর্যন্ত ১১ জন ওমিক্রনে আক্রান্ত তার মধ্যে একজন সুস্থ হয়েছেন।