ডেস্ক: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলির প্রতিবাদে বিষপান করা ৫ শিক্ষিকাই যোগ দিতে চলেছেন তৃণমূলে। ঘাসফুল শিবিরে নাম লেখাতে চলেছেন শিক্ষক নেতা মইদুল ইসলামও। রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়ে আদিগঙ্গায় নেমে বিক্ষোভ দেখিয়েছিলেন তিনি। আগামী রবিবার ডায়মন্ড হারবার থেকে তৃণমূলে যোগ দেবেন তাঁরা।
জানা যাচ্ছে, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাত ধরে তৃণমূলে যোগ দিচ্ছেন মইদুল ইসলাম। শুধু তিনি একা নন, তৃণমূলে যোগ দিচ্ছেন ‘শিক্ষক ঐক্য মুক্তি মঞ্চে’র বহু সদস্যই। এমনকি প্রকাশ্যে যে পাঁচ শিক্ষিকা সরকারের বিরুদ্ধে বিষ খেয়েছিলেন প্রকাশ্যে তারাও যোগ দিচ্ছেন শাসকদলে। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবারেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিচ্ছেন মইদুল সহ একাধিক শিক্ষক সংগঠনের সদস্য। ডায়মন্ডহারবারে এই যোগদান পর্ব হবে বলে খবর।