Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার - NewsOnly24

বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা পাঁচ শিক্ষিকার

ডেস্ক: বিকাশভবনে পুলিসের সামনেই বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন ৫ শিক্ষিকা। প্রাথমিক চিকিৎসার জন্য তাঁদের বিধাননগর স্টেট জেনারেল হাসপাতালে ভরতি করা হয়েছে।জানা গিয়েছে দুজন শিক্ষিকার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মঙ্গলবার ওই পাঁচ শিক্ষিকা বিকাশ ভবনে আসেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দাবি তোলেন। তাঁদের দেখা করার অনুমতি দেওয়া হয়নি। বিকাশ ভবন সূত্রে খবর, যদিও শিক্ষামন্ত্রী সেইসময় বিকাশ ভবনে ছিলেন না। শিক্ষামন্ত্রীর দেখা না পেয়ে বিকাশ ভবনের বাইরে বেরিয়ে আসেন শিক্ষিকারা। বিক্ষোভ দেখাতে থাকেন। 


এসএসকে ও এমএসকে শিক্ষিকারা বিক্ষোভ দেখিয়েছিলেন। তাঁরা দাবি করেন, শিক্ষক ঐক্য মুক্তমঞ্চের সঙ্গে যুক্ত থাকার কারণে একাধিক আন্দোলনে যোগ দিয়েছিলেন। নবান্নের সামনে গিয়েছিলেন। অভিযোগ, তার পরই ৫ শিক্ষিকাকে হোম ডিস্ট্রিক থেকে দূরের জেলায় বদলি করে দেওয়া হয়। যা কার্যত শাস্তি। মঙ্গলবার শিক্ষামন্ত্রীর সঙ্গে তাঁরা দেখা করতে যান। কিন্তু দেখা মেলেনি বলে দাবি বিক্ষোভকারীদের। বাইরে বেরিয়ে আচমকা শিশি বের করে তরল পান করেন তাঁরা। পুলিসের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। এরপর পুলিশ হাসপাতালে নিয়ে যায় ৫ মহিলাকে।

আরও পড়ুন: কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পর থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে


সরকার চেষ্টা করছে, এমন ঘটনা দুঃখজনক বলে দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। তবে এই ঘটনার পিছনে রহস্যের গন্ধ পাচ্ছেন তিনি? তবে সরকারের সঙ্গে থাকলে নির্বোধের মতো কথা বলতে হচ্ছে বলে তোপ সুজন চক্রবর্তীর।


বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার বলেন,’এরা বাংলার ভবিষ্যৎ। শিক্ষামন্ত্রীর শিক্ষা ছাড়া বাকি সব কিছুর জন্য সময় আছে। শিক্ষাক্ষেত্রে  নৈরাজ্য দূর করার সময় নেই। মানুষ হতাশায় ভুগছে। সারা ভারতের কাছে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। নিদারুণ, লজ্জাজনক অবস্থা। মেয়েদের বিষ খেতে হচ্ছে! এর থেকে খারাপ কিছু হতে পারে না।’ 

Related posts

এসআইআর স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর, ‘পরিকল্পনাহীন ও বিপজ্জনক’ বলে নির্বাচন কমিশনকে চিঠি মমতার

বিহারে এনডিএর ঝড়ের পর দশমবার মুখ্যমন্ত্রীর আসনে নীতীশ, গান্ধী ময়দানে শক্তিপ্রদর্শনের মঞ্চ

বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ইঙ্গিত, বাড়ছে তাপমাত্রা—শীতের গতি থমকাল রাজ্যে