মেঘভাঙা বৃষ্টির জেরে তিস্তা নদীতে হড়পা বান, ভেসে গেলেন বহু সেনা জওয়ান

ভয়াবহ বিপর্যয়ের মুখে উত্তর সিকিম। লোনক হ্রদের উপরে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি নামে। প্রবল বৃষ্টিতে জলস্তর বৃদ্ধি পায় তিস্তা নদীর। লাগাতার বৃষ্টিতে এমনিতেই ফুঁসছিল তিস্তা, তার উপরে চুংথাম বাঁধ থেকে জল উপচে পড়ায় পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। জলস্তর ১৫-২০ ফুটে পৌঁছয়। আচমকাই হড়পা বান আসায় তিস্তার জলস্তর বেড়ে যায়।

সেনা সূত্রে খবর, হড়পা বানে ভেসে যায় সেনা ছাউনি। আর তাতেই ভেসে নিখোঁজ হয়ে যান সেনার ২৩ জওয়ান। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি এবং বেশ কয়েকটি সেনা ছাউনিও। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

বেশ কয়েকটি জায়গায় ধসও নেমেছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। তিস্তা নদীর জলস্রোতে ভেঙে গিয়েছে সিংথাম ফুটব্রিজ। একইসঙ্গে ১০ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গাও জলের তোড়ে ভেসে গিয়েছে। হড়পা বানের জেরে বন্ধ হয়ে গিয়েছে একাধিক রাস্তা।

প্রশাসন সূত্রে খবর, তড়িঘড়ি তল্লাশি অভিযান শুরু করা হলেও ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে সেই অভিযান অত্যন্ত প্রতিকূল হয়ে পড়েছে। সিকিম রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের পরিচালক প্রভাকর রাই এই বিষয়ে বলেন, ‘মঙ্গলবার রাত ১০টার দিকে আমরা খবর পাই, লাচেন এলাকায় তিস্তা নদীর জলের স্তর বেড়েছে। সম্ভবত সেখানে মেঘ ভাঙা বৃষ্টি নামে। আমরা বিষয়টি খতিয়ে দেখার যাচাই চেষ্টা করছি।’

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন