লন্ডনের বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে হিথরো বিমানবন্দরে বিমান ওঠানামা বন্ধ হয়ে গিয়েছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরেও। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, তিনি ২২ মার্চ লন্ডনের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতিতে তাঁর সফর পিছিয়ে ২৪ মার্চ করা হয়েছে বলে সূত্রের খবর।
শুক্রবার সকালে লন্ডনের একটি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে আগুন লাগার ফলে হিথরো বিমানবন্দরের বিদ্যুৎ পরিষেবা বিপর্যস্ত হয়। এর জেরে রাত ১২টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে মুখ্যমন্ত্রীর সফরও বাধ্যতামূলকভাবে পিছিয়ে গিয়েছে।
লন্ডনে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচির মধ্যে রয়েছে ২৫-২৭ মার্চ একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক, বিশ্ববিদ্যালয়ে ভাষণ এবং ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। তবে সফর পিছিয়ে যাওয়ায় তাঁর ফেরার তারিখ পরিবর্তন হবে কি না, তা এখনও স্পষ্ট নয়।