প্রথম পাতা খবর মাঝ আকাশে রক্তবমি, হাসপাতালের পথে মৃত ইন্ডিগোর মুম্বই-রাঁচি বিমান যাত্রী

মাঝ আকাশে রক্তবমি, হাসপাতালের পথে মৃত ইন্ডিগোর মুম্বই-রাঁচি বিমান যাত্রী

404 views
A+A-
Reset

নয়াদিল্লি: ইন্ডিগোর মুম্বই-রাঁচি ফ্লাইটে রক্ত​​বমি শুরু হয় এক যাত্রীর। এর জেরে নাগপুরে জরুরি অবতরণ করে বিমানটি। তবে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই ওই যাত্রীর মৃত্যু হয় বলে জানান বিমান সংস্থার আধিকারিকরা।

জানা গিয়েছে, সোমবার বিমানে সফর করছিলেন ৬২ বছর বয়সি এই যাত্রী। তিনি দীর্ঘস্থায়ী কিডনি রোগ এবং যক্ষ্মা রোগে ভুগছিলেন।

বিমান সংস্থার একটি বিবৃতিতে জানানো হয়েছে, “ইন্ডিগো ফ্লাইট ৬ই ৫০৯৩, মুম্বই থেকে রাঁচি যাওয়ার পথে মেডিকেল ইমার্জেন্সির কারণে নাগপুরে পথপরিবর্তন করা হয়েছিল। যাত্রীকে সেখানে নামানো হয় এবং পরবর্তী চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ভাগ্যবশত ওই যাত্রীর মৃত্যু হয়”।

স্থানীয় কেআইএমএস হাসপাতাল জানায়, ওই যাত্রীকে মৃত অবস্থায় আনা হয়েছিল। পরে মৃতদেহটি সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।

গত বুধবার, দিল্লি-দোহা ফ্লাইটে হৃদরোগে আক্রান্ত হয়ে কাতার এয়ারওয়েজের একজন পাইলট মারা যান। তিনি যাত্রী হিসেবেই সফর করছিলেন। পর দিন, এক ইন্ডিগো ক্যাপ্টেন বোর্ডিং গেটে সংজ্ঞা হারান। ওই দিনই তাঁর নাগপুর থেকে পুণে যাওয়ার কথা ছিল। তবে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.