প্রথম পাতা খবর ১২ বছরে প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন

১২ বছরে প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন

266 views
A+A-
Reset

ডেস্ক: ১২ বছরে প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী রোমে গেলেন। শুক্রবার ভারতীয় সময় সকাল ৯.৩০ নাগাদ রোমে পৌঁছনোর কথা রয়েছে নরেন্দ্র মোদীর। জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করতেই এই সফর। রোমে পৌঁছে মোদী টুইট করে সেখানকার ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে রোমে পৌঁছলাম। আমি রোম সফরের সময়কালে অন্যান্য কর্মসূচির জন্যও অপেক্ষা করছি।’
ইটালিতে অবস্থিত ভারতীয় রাষ্ট্রদূত নীনা মলহোত্র জানিয়েছেন, “করোনা পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম রোমে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১২ বছরের মধ্যে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী আসছেন।” 


সূত্রের খবর, রোমে পা রাখার পর কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে দেখার কথা রয়েছে মোদীর। ভারতীয় সময় ৩.৩০ নাগাদ গান্ধীমূর্তিতে শ্রদ্ধাজ্ঞাপন করবেন তিনি। এদিকে রোমে জি-২০ সম্মেলন শেষ হলে সিওপি-২৬ শীর্ষ সম্মেলনে যোগ দিতে স্কটল্যান্ডের গ্লাসগোতে যাওয়ার কথা মোদীর। জলবায়ু পরিবর্তনের ফলে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করার কৌশল নির্ধারণের উপায় নিয়ে আলোচনা হবে সেই সম্মেলনে। ৫.৩০ নাগাদ সে দেশের প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে তাঁর। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.