দক্ষিণবঙ্গের ৮ জেলায় বৃষ্টির পূর্বভাস, কলকাতা ভিজবে কি?

কলকাতা: আজ, সোমবার দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। এ দিন বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের আটটি জেলা। এমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদিয়ায়।

শুধু আজ নয়, মঙ্গলবারও বৃষ্টি চলবে কয়েকটি জেলায়। আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। আংশিক মেঘলা আকাশ। কয়েকটি অংশে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসেল কাছাকাছি হতে পারে।

ও দিকে, উত্তরবঙ্গে শুক্রবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা উত্তরের তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। 

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে