তৃণমূলে যোগ দিলেন প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা, উত্তরবঙ্গের রাজনীতিতে বড়সড় পালাবদল

লোকসভা ভোটের মুখে বিজেপিতে বড়সড় ভাঙন। তৃণমূলে যোগ দিলেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। বৃহস্পতিবার কলকাতায় তৃণমূল ভবনে তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি ও মন্ত্রী অরূপ বিশ্বাস।

গত নির্বাচনে বিজেপি টিকিট না পাওয়ার পর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় জন বার্লার। তখন থেকেই জল্পনা শুরু হয়, তিনি ঘাসফুল শিবিরে যোগ দিতে পারেন। যদিও জানুয়ারি মাসে কালচিনিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত ছিলেন জন বার্লা, তখনও তৃণমূলের পতাকা হাতে তোলেননি। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে নাম লেখালেন তিনি।

তাঁর এই যোগদান উত্তরবঙ্গে বিজেপির সংগঠনে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূল শিবিরের দাবি, জন বার্লার অভিজ্ঞতা এবং জনপ্রিয়তা উত্তরবঙ্গের ভোটে দলকে অনেকটা বাড়তি সুবিধা দেবে। ছাব্বিশের নির্বাচনের আগে এই দলবদল যে উত্তরবঙ্গের রাজনীতির সমীকরণ বদলে দিতে চলেছে, তা বলাই বাহুল্য।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক