তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও

ডেস্ক: তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরিও। ‘বিজেপিকে হারাতেই আমার তৃণমূলে যোগদান,’ বললেন লুইজিনহো ফালেইরো। বুধবার প্রথমে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটি বৈঠক করেন কংগ্রেস নেতা লুইজিনহো। এরপরই তৃণমূল ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি।


এদিন সকলেই প্রথমে নবান্নে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। সেখানে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এরপর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে সাংবাদিক বৈঠক করে হয় আনুষ্ঠানিক যোগদানপর্ব। লুইজিনহো তৃণমূলে শামিল হওয়ার পরই পরপর তিনটি টুইট করে তাঁকে দলে স্বাগত জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাত বারের বিধায়ক তথা প্রাক্তন মুখ্যমন্ত্রীর তৃণমূলে যোগদান গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তৃণমূল নেত্রী। লুইজিনহো-সহ মোট ১০ জন এ দিন তৃণমূলে যোগদান করেন। 


তৃণমূল কংগ্রেসে যোগদান করে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী ফালেইরো বলেন, আজ কংগ্রেস পরিবার ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আমি আশা করি আবার কংগ্রেস পরিবার একত্রিত হবে। আজ কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে আমি খুশি। ফালেইরো বলেন, আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করে কংগ্রেস পরিবারকে একত্রিত করতে চাই। চাই বিজেপির বিরুদ্ধে লড়াইকে সঙ্ঘবদ্ধ করতে। এই মুহূর্তে বিজেপির বিরুদ্ধে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ই সবথেকে নির্ভরযোগ্য মুখ। তাঁর হাত ধরেই কংগ্রেস পরিবারকে একত্রিত করে বিজেপির বিরুদ্ধে লড়াইকে জোরদার করতে হবে।

আরও পড়ুন: শীতলকুচিকাণ্ডে কেন্দ্র ও রাজ্যের কাছে হলফনামা তলব করল হাইকোর্ট


বিজেপির একমাত্র শক্তিশালী বিরোধী যে মমতা বন্দোপাধ্যায়ই তা বোঝাতে পশ্চিমের রাজ্যে এবার সংগঠন গড়তে চলেছে তৃণমূল। ইতিমধ্যেই তৃণমূল সেই কাজ শুরু করেছে বিজেপি শাসিত রাজ্য ত্রিপুরাতে। এবার সেই কাজই তারা শুরু  করল গোয়ায়। সেই সূত্রেই আজ বিকেলেই তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, দীর্ঘ দিনের বিধায়ক লুইজিনহো ফালেরিও।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক